ড. ইউনূসের উদারতাকে দূর্বলতা মনে করবেননা : মুশফিকুল ফজল
অক্টোবর ৮, ২০২৪, ০৪:০৬ পিএম
ঢাকা: জাতিসংঘ ও হোয়াইট হাউজের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তবতীকালীন সরকারকে দূর্বল ভাবার কোনো কারণ নেই। তিনি বলেন, প্রফেসর ইউনূসের উদারতাকে দূর্বলতা মনে করবেননা। মঙ্গলবার (৮ অক্টোবর) তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।মুশফিকুল ফজল আনসারি তার স্ট্যাটাসে লিখেছেন, তাবাসসুম উর্মি যদি ভারতে আশ্রিত বিচ্ছিন্নতাবাদী পালাতক...