চলতি অর্থবছরে সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে নতুন করে যানবাহন কেনা ও সরকারি অর্থায়নে বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৮ জুলাই) অর্থ বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, উন্নয়ন বা পরিচালন বাজেট থেকে কোনোভাবেই নতুন যানবাহন কেনা যাবে না। ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন করতে হলে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।
এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাবহির্ভূত নতুন ভবন নির্মাণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলমান কোনো নির্মাণকাজ ৫০ শতাংশের বেশি অগ্রসর হলে, সেটি শেষ করতে হলে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, উন্নয়ন প্রকল্পের আওতায়ও নতুন গাড়ি কেনা যাবে না। ভূমি অধিগ্রহণ বা থোক বরাদ্দ ব্যবহার করতে হলেও নিতে হবে পূর্বানুমোদন।
সরকারি অর্থায়নে বিদেশ সফরেও কঠোরতা আরোপ করা হয়েছে। এখন থেকে কোনো কর্মকর্তা সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালায় সরকারি টাকায় বিদেশে যেতে পারবেন না। তবে বিদেশি সংস্থা বা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি ও ফেলোশিপের আওতায় মাস্টার্স বা পিএইচডি করতে যাওয়ার সুযোগ থাকবে। একইভাবে, পেশাগত প্রশিক্ষণমূলক সফরেও সীমিত আকারে অনুমোদন সাপেক্ষে বিদেশ ভ্রমণ করা যাবে।
সব ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে ২০২৩ সালের ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা পরিপত্র অনুসরণ করার বিষয়টিও নির্দেশনায় পুনরায় উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :