গভীর সমুদ্রে রাশিয়ান ‘নিউক স্পাই সেন্সর’ খুঁজে পেয়েছে যুক্তরাজ্য
এপ্রিল ৭, ২০২৫, ০১:৫৯ পিএম
যুক্তরাজ্য সমুদ্রের তলদেশে সন্দেহভাজন রাশিয়ান "নিউক স্পাই সেন্সর" (শনাক্তকরণ মডিউল) খুঁজে পেয়েছে, যা দেশটির পারমাণবিক সাবমেরিনের গতিবিধি ট্র্যাক করার জন্য স্থাপন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সানডে টাইমসের উদ্ধৃতি দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই সেন্সরগুলো সম্ভবত রাশিয়া ব্রিটেনের পারমাণবিক সাবমেরিনগুলোতে গুপ্তচর বৃত্তির চেষ্টা চালাতে ব্যবহার করছে।যুক্তরাজ্যের সেনাবাহিনী জানিয়েছে,...