সিলিন্ডার বোমার সঙ্গে বসবাস!
আগস্ট ১২, ২০২৫, ১২:৩১ এএম
৩ আগস্ট, রোববার, ভোরবেলা। গাজীপুর মহানগরের মিরের বাজার এলাকার একটি বাসা। তিন মাস বয়সি শিশুসন্তানের দুধ বানাতে পানি গরম করতে রান্নাঘরে যান হাফিজা আক্তার (২০)। চুলায় আগুন ধরানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ; ঘরে আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন হাফিজা, তার স্বামী রিপন (২৩) এবং...