‘জেন-জি’র বিজয়
আগস্ট ৯, ২০২৪, ১২:৫৫ পিএম
নব্বুইয়ের দশকের শেষ তিন বছর এবং দুই হাজার সাল থেকে ২০১২ পর্যন্ত যাদের জন্ম, তাদের বলা হচ্ছে ‘জেনারেশন জেড’ বা সংক্ষেপে ‘জেন-জি’। এর সঙ্গে আই-জেনারেশন, জেন টেক, নেট জেন, বুমার্স সহ আরও নানারকম নাম রয়েছে, যার বড় কারণ হলো ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা। মূলত এই প্রজন্ম হলো...