আদালতে হ্যাৎ, হ্যাৎ করে চিৎকার–চেঁচামেচি করেন হাজি সেলিম
এপ্রিল ৯, ২০২৫, ০৮:২৮ পিএম
চুপচাপ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন সাবেক এমপি হাজি সেলিম। কথা বলার জন্য কাঠগড়ার কাছে যান তার আইনজীবী প্রাণ নাথ রায়। আইনজীবী হাজি সেলিমকে ওকালতনামায় স্বাক্ষর দিতে অনুরোধ করেন। আইনজীবীর এ কথা শুনে ক্ষেপে যান হাজি সেলিম। তিনি রাগান্বিত স্বরে হ্যাৎ, হ্যাৎ.... বলে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। তার চিৎকার শুনে এজলাসে উপস্থিত...