শনিবার, ১০ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ১০:৫১ এএম

‘মোদির উচিত ইসরায়েলের মতো কৌশল অনুসরণ করা’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ১০:৫১ এএম

‘মোদির উচিত ইসরায়েলের মতো কৌশল অনুসরণ করা’

ভারতের প্রধানমন্ত্রী মোদি। ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারতকে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি প্রতিশোধমূলক কৌশল নেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির উচিত ইসরায়েলের মতো কৌশল অনুসরণ করা। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার যেমন সন্ত্রাসীদের একে একে খুঁজে শেষ করেছিলেন, ভারতকেও তেমনই করতে হবে।’

রুবিন স্মরণ করিয়ে দেন, ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি খেলোয়াড়দের হত্যার পর ইসরায়েল সারা বিশ্বে ছড়িয়ে থাকা দোষীদের গোপনে হত্যা করেছিল।

তিনি বলেন, ‘সেই অভিযানের মতোই ‘অপারেশন র‍্যাথ অব গড’ স্টাইলের প্রতিশোধ এখন ভারতেরও প্রয়োজন।’

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান-সংশ্লিষ্ট ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে এক জঙ্গি গোষ্ঠী হামলা চালায়, যাতে ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনার পর প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘পৃথিবীর যেকোনো প্রান্তে গিয়ে সন্ত্রাসীদের শাস্তি দেওয়া হবে।’

মাইকেল রুবিন মনে করেন, মোদির বক্তব্য অনেকটা ইসরায়েলের ঘোষণার মতোই। তিনি বলেন, ‘ভারত সময় নিয়ে হলেও পরিকল্পনা করে এগোচ্ছে। ইতোমধ্যে পাকিস্তানের একাধিক হামলা প্রতিহত করেছে।’

পাকিস্তানের দ্বিচারিতা নিয়েও কড়া সমালোচনা করেন রুবিন। তিনি বলেন, ‘একদিকে পাকিস্তান বলে সন্ত্রাসে জড়িত নয়, আবার সন্ত্রাসীদের মৃত্যুর প্রতিশোধও নিতে চায়। সত্যিই যদি জঙ্গিদের সঙ্গে সম্পর্ক না থাকে, তাহলে তাদের ঘাঁটি গুঁড়িয়ে দিক।’

তিনি আরও বলেন, ‘শুধু কূটনৈতিক কথাবার্তা দিয়ে কিছু হবে না। সন্ত্রাসীরা তখনই মাথাচাড়া দেয়, যখন আমরা শান্তি আনতে আলোচনায় বসি। তাই সময় এসেছে কার্যকর প্রতিশোধের।’

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের তুলনায় ভারত এখন অনেক বেশি প্রস্তুত ও সংগঠিত। তবে সন্ত্রাসবাদ ঠেকাতে হলে আরও কঠোর, নির্ভুল ও দীর্ঘমেয়াদি কৌশল দরকার- যেমনটা করে ইসরায়েল।

রূপালী বাংলাদেশ

Link copied!