আসন্ন ইংল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছার কথা জানিয়েছেন বিরাট কোহলি।
আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে তার দলে থাকার সম্ভাবনা ছিল।
ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, গত এক মাস ধরে কোহলি বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন।
বিসিসিআই তাকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে, তবে কোহলি এখনও পর্যন্ত কোনো উত্তর দেননি।
যদি তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন না করেন, তাহলে ১২৩ টেস্টে ৯২৩০ রান এবং ৪৬.৮৫ ব্যাটিং গড় নিয়ে শেষ হবে তার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ার।
অধিনায়ক হিসেবে ৬৮টি টেস্টে নেতৃত্ব দেওয়া কোহলির অধীনে ভারত ৪০টি ম্যাচে জয়লাভ করেছে এবং ১৭টিতে হেরেছে। এই পরিসংখ্যান তাকে ভারতের ইতিহাসে সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ইংল্যান্ডে কোহলি একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে তার সেরা সময়গুলোর একটি কাটিয়েছেন। ২০১৮ সালের সফরে তিনি পাঁচ ম্যাচে ৫৯.৩০ গড়ে ৫৮৩ রান করেছিলেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি ছিল।
২০১৪ সালের সফরে মাত্র ১৩৪ রান করার পর এই পারফরম্যান্স তাকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তোলে। ২০১৮ সালেই তিনি এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ১৩২২ রান করেছিলেন।
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়কাল ছিল কোহলির সোনালী সময়। এই সময়ে তিনি ৩৫টি টেস্টে ৬৬.৫৯ গড়ে ১৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরিসহ ৩৫৯৬ রান করেছিলেন।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন