ভারত ও পাকিস্তান সাম্প্রতিক সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছালেও দুই দেশের মধ্যে কথার লড়াই এখনো থামেনি। উভয়পক্ষ একে অপরকে হুমকি দিচ্ছে এবং দোষারোপ করছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বক্তব্যে বলেন, ‘যুদ্ধবিরতি মানেই যুদ্ধের শেষ নয়।’ তার এই মন্তব্য অনেকেই পাকিস্তানের প্রতি এক ধরনের হুমকি হিসেবেই দেখছেন।
অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘যদি পানি সমস্যার সমাধান না হয়, তাহলে যুদ্ধবিরতি হুমকিতে পড়বে।’
তিনি আরও বলেন, ‘এই ইস্যুতে কোনো অগ্রগতি না হলে সেটি যুদ্ধ ঘোষণার শামিল হবে।’
তিনি কাশ্মীর সমস্যাকেও আঞ্চলিক অস্থিরতার মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
পাকিস্তানের অভ্যন্তরে প্রতিক্রিয়া
পাকিস্তান পিপলস পার্টির নেত্রী ও সিনেটর শেরি রেহমান বলেছেন, ‘এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই আমরা বিজয় অর্জন করেছি।’
তিনি পাকিস্তানের গণমাধ্যমের প্রশংসা করে বলেন, ‘তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।’
তার মতে, পাকিস্তানের অবস্থান এখন আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে।
তিনি ভারতের গণমাধ্যমের সমালোচনা করে বলেন, ‘ভারতের মিডিয়া এমন একটি ছবি তুলে ধরেছে, যেন এটি কোনো বাস্তব যুদ্ধ নয়, বরং বলিউডের সিনেমা।’
পাকিস্তানের সেনাবাহিনীর তথ্য
পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে, ‘অপারেশন বুনিয়ান উন মারসুস’-এর সময় পাকিস্তানের ১১ জন সেনাসদস্য শহীদ হয়েছেন এবং ৭৮ জন আহত হন। এই তথ্য দিয়েছে অনলাইন সংবাদমাধ্যম ডন।
আলোচনার সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে দুই দেশ আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে পানি সমস্যায় যদি সমাধান না আসে, তাহলে সেই আলোচনা অর্থহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
আপনার মতামত লিখুন :