পেহেলগাম হামলাকে কেন্দ্র করে সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও সমরাস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান।
সামরিক ব্যবস্থা উন্নোয়নে এবার স্টিলথ ফাইটার জেট তৈরির নীতিগত কাঠামো অনুমোদন করেছে ভারত।
মঙ্গলবার (২৭ মে) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিৃবতিতে জানানো হয়, শত্রুপক্ষের রাডার, ইনফ্রারেড সেন্সর, সোনার ও অন্যান্য মনিটরিং বা নজরদারি প্রযুক্তি ফাঁকি দিতে সক্ষম স্টিলথ যুদ্ধবিমান তৈরির নীতিগত কাঠামো তৈরির অনুমোদন দিয়েছে ভারত। এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে দেশটির সরকারের মালিকানাধীন অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ)।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংস্থাটি শিগগিরই প্রকল্পের প্রোটোটাইপ তৈরির জন্য প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রাথমিক আগ্রহ আহ্বান করবে। প্রস্তাবিত স্টিলথ ফাইটার জেটকে দুই ইঞ্জিনবিশিষ্ট পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে কল্পনা করা হয়েছে।
প্রকল্পটি ভারতীয় বিমানবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর সাজ-সরঞ্জাম রাশিয়ান ও সাবেক সোভিয়েত যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল—যা কমে এখন ৪২ থেকে ৩১-এ দাঁড়িয়েছে।
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী চীন দ্রুত তার বিমানবাহিনীর শক্তি বাড়াচ্ছে। পাকিস্তানের কাছে এরই মধ্যে চীনের উন্নত যুদ্ধবিমান জে-১০ রয়েছে।
আপনার মতামত লিখুন :