যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠানোর সময়সীমা তিন সপ্তাহ বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন লেভিট এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আজ প্রায় ১২টি দেশকে আনুষ্ঠানিকভাবে শুল্ক সংক্রান্ত চিঠি পাঠাবেন। এসব চিঠি ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশ করা হবে এবং এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে চূড়ান্ত বাণিজ্য অবস্থান জানানো হবে।
তবে চিঠি প্রাপক দেশগুলোর নাম এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি। কারিন লেভিট বলেন, আমি এখনই সেই দেশগুলোর নাম জানাতে পারছি না। প্রেসিডেন্ট নিজেই তা যথাসময়ে জানাবেন। ট্রুথ সোশ্যাল নজরে রাখুন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে না এলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ পর্যন্ত করা হতে পারে।
হোয়াইট হাউসের আজকের ঘোষণায় জানানো হয়, চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা ৯ জুলাইয়ের পরিবর্তে ১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে আলোচনার জন্য দেশগুলো আরও সময় পায়।
বিশ্লেষকরা বলছেন, এই সময়সীমা বাড়ানোর মাধ্যমে একদিকে যুক্তরাষ্ট্র দরকষাকষির সুযোগ নিচ্ছে, অন্যদিকে দেশগুলোর ওপর চাপ বজায় রাখছে দ্রুত চুক্তিতে পৌঁছাতে।
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, চিঠিগুলো কোনো চূড়ান্ত হুমকি নয়, বরং সম্ভাব্য বাণিজ্য অংশীদারদের প্রতি একটি ইতিবাচক আমন্ত্রণ। এতে বলা থাকবে, আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে আগ্রহ দেখিয়েছেন ধন্যবাদ। এখন আমাদের প্রস্তাবিত শুল্কহার বিবেচনায় আলোচনা সম্ভব।
বিশ্ববাজারে ইতিমধ্যে এই বাণিজ্য অনিশ্চয়তার প্রভাব পড়তে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ দ্রুত চুক্তির মাধ্যমে উচ্চ শুল্ক এড়াতে তৎপর হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, শুল্ক-চিঠি প্রক্রিয়ার সূচনা এবং সময়সীমা বৃদ্ধির এই ঘোষণা বৈশ্বিক বাণিজ্যে এক নতুন অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে।
আপনার মতামত লিখুন :