সিরাজগঞ্জ সদর উপজেলার হুরাসাগর নদীতে গোসলে নেমে মারুফা খাতুন (১১) নামের এক মাদ্রাসাছাত্রী পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত মারুফা সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি গ্রামের আব্দুল মোমিনের মেয়ে। সে পোড়াবাড়ি উম্মে আয়মান রাজিয়া মহিলা মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করছিল।
কামারখন্দ ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মণ্ডল জানান, বিকেলে মারুফা তার ছয় সহপাঠীর সঙ্গে পোড়াবাড়ি এলাকায় হুরাসাগর নদীতে গোসলে নামে। কিছুক্ষণ পর বাকিরা তীরে উঠলেও মারুফা পানিতে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
আপনার মতামত লিখুন :