ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ইসরায়েল শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০২:০৪ এএম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি- সংগৃহীত

ইসরায়েল নির্দিষ্ট কয়েকটি শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার গ্রীষ্মকালীন ছুটির মধ্যেই ডাকা মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেন তিনি।

যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এর আগে ইসরায়েলকে গাজায় চলমান ‘ভয়াবহ মানবিক পরিস্থিতির’ অবসানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে না যায়, পশ্চিম তীরে দখলদারি বন্ধের প্রতিশ্রুতি না দেয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক দীর্ঘমেয়াদি শান্তিপ্রক্রিয়ার প্রতি অঙ্গীকার না দেখায়, তবে যুক্তরাজ্য এককভাবেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

বৈঠকে ইউরোপের অন্যান্য নেতাদের সঙ্গে যৌথভাবে একটি নতুন শান্তি পরিকল্পনা প্রস্তাব এবং গাজায় মানবিক সহায়তা জোরদারের উপায় নিয়েও আলোচনা করেন স্টারমার।

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্টারমারের ওপর চাপ ক্রমেই বাড়ছিল। সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে তার উদ্দেশে চিঠি লেখেন যুক্তরাজ্যের ২২১ জন আইনপ্রণেতা। তাদের মধ্যে স্টারমারের দল লেবার পার্টির আইনপ্রণেতারাও ছিলেন।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও ঘোষণা দেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন তিনি। উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১৩৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।