ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।
ভারত জানিয়েছে, পাকিস্তান যুদ্ধবিরতির শর্ত মানছে না। অন্যদিকে, পাকিস্তানও বলছে যে ভারত সীমান্তে হামলা চালিয়েছে। দুই দেশের সীমান্তজুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে।
গত কয়েকদিন ধরেই ভারত ও পাকিস্তান সীমান্তে ‘অপারেশন সিঁদুর’ ও ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নাম দিয়ে হামলা চালাচ্ছিল দুই পক্ষ। এতে দুই দেশের মানুষ ভয় ও আতঙ্কে ছিলেন।
এই পরিস্থিতিতে শান্তির আশা দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ৪৮ ঘণ্টার আলাপের পর এই সিদ্ধান্ত হয়।
যুদ্ধবিরতির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে কাজ করেছে।
‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ সফল হয়েছে বলেও জানান তিনি। এ উপলক্ষে পাকিস্তানে জাতীয় কৃতজ্ঞতা দিবস ‘ইয়াওমে তাশাক্কুর’ পালনের ঘোষণা দেন।
তিনি আরও বলেন, ‘কাশ্মীর ও পানি সমস্যার শান্তিপূর্ণ সমাধান দরকার। আলোচনার মাধ্যমেই স্থায়ী শান্তি সম্ভব।’
তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরের আকাশে সন্দেহজনক বস্তু উড়তে দেখা গেছে বলে জানায় আল জাজিরা। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, পাকিস্তান চুক্তি লঙ্ঘন করেছে। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, আমাদের সেনাবাহিনী যথাযথ জবাব দিচ্ছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি এবং করবে না। পাকিস্তানে উৎসবের পরিবেশ বিরাজ করছে এবং এটি তাদের জন্য একটি বড় বিজয়।’