ঢাকা শুক্রবার, ৩০ মে, ২০২৫

ট্রাম্প-পুতিনকে নিয়ে বৈঠক করতে চান জেলেনস্কি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৬:২২ পিএম
ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির ছবির কোলাজ।- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্বিপাক্ষিকে রাজি না হলে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন।

রাশিয়া যুদ্ধবিরতির আহ্বান অমান্য করে হামলার পর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা না করায় হতাশা প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের অপেক্ষায় আছি।’

এজেন্সি ফ্রান্স প্রেস জানিয়েছে, তিন বছর ধরে চলমান আগ্রাসন বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনসহ বৈঠকে বসতে আগ্রহী জেলেনস্কি।

চলতি মাসে তুরস্কে বৈঠকে যোগ দেননি পুতিন, যার মূল লক্ষ্য ছিল প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি অর্জন। মস্কো প্রেরিত প্রতিনিধিদল নিয়ে অসন্তোষও প্রকাশ করেন জেলেনস্কি।

ক্রেমলিন জানায়, কোনো ধরনের ‘চুক্তি’ হওয়ার পরই কেবল উভয় নেতার মধ্যে বৈঠক সম্ভব। তবে জেলেনস্কির দাবি, পুতিন যুদ্ধবিরতি নয় কেবল, সাময়িক অস্ত্র-বিরতির কথা ভাবছেন। এটিকে যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল বলে অভিহিত করছেন তিনি।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি না হওয়ায় পুতিন ও জেলেনস্কি উভয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘পুতিন যদি দ্বিপাক্ষিক বৈঠকে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, অথবা সবাই যদি ত্রিপক্ষীয় বৈঠকের পক্ষে থাকেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি যেকোনো ফরম্যাটে প্রস্তুত।’ ইউক্রেনের প্রেসিডেন্টের এই মন্তব্য বুধবার প্রকাশ করা হয়।

জেলেনস্কি আরও বলেন, ‘আমি প্রস্তুত ‘ট্রাম্প-পুতিন-আমি’ বৈঠকের জন্য।’

একই সঙ্গে ওয়াশিংটনকে মস্কোর ওপর জ্বালানি ও ব্যাংক খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান।

তিনি বলেন, ‘ট্রাম্প নিশ্চিত করেছেন, যদি রাশিয়া না থামে, তাহলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আমিও চাই, তা-ই হোক।’

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন এখনো রাশিয়ার কাছ থেকে শান্তিচুক্তির আনুষ্ঠানিক কোনো স্মারকলিপি পাননি, যেখানে যুদ্ধ বন্ধের জন্য মস্কোর শর্তাবলি উল্লেখ থাকবে।’