ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে: আসিফ মাহমুদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১০:৪২ এএম
ম্যারাথন শেষে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি- সংগৃহীত

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাই লড়াই করেছিল বলেই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করে এ কথা বলেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই প্রতীকী ম্যারাথনে আমাদের যেমন কোনো ট্রনিং ছিল না, তেমনি জুলাইয়ে যারা লড়াই করেছিল তাদেরও কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং ছিল না লেথেল ওয়েপনের বিরুদ্ধে যুদ্ধ করতে।

ম্যারাথনে শহিদ পরিবারের সদস্য ও আহতসহ সাত শতাধিক প্রতিযোগী অংশ নেন।