কুয়েতে অবৈধভাবে বসবাস ও কাজ করা অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত দুই মাসে দেশটি থেকে ছয় হাজার ৩০০ জনের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের মে ও জুন মাসে এসব অভিবাসীকে ফেরত পাঠানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, কুয়েতের কারাগার বিভাগের অধীন ডিপোর্টেশন ও ডিটেনশন শাখার পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রেসিডেন্সি (বসবাসের অনুমতি) ও শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশজুড়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে দ্রুত ফেরত পাঠানো হচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অনেক প্রবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন এবং পরবর্তীতে ডিপোর্টেশন বিভাগে পাঠানো হয়। আবার অনেককে আদালতের নির্দেশে দেশে ফেরত পাঠানো হয়েছে।
ডিপোর্টেশন বিভাগ জানিয়েছে, দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়ার পাশাপাশি আটক থাকা ব্যক্তিদের মানবিক সহায়তা ও প্রয়োজনীয় পরিষেবাও প্রদান করা হচ্ছে।
গালফ নিউজ জানায়, চলমান অভিযানের মাধ্যমে অবৈধ অভিবাসীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কুয়েত সরকার সম্প্রতি শ্রমবাজার ও রেসিডেন্সি ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ করায় এই অভিযান আরও জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :