ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আরও দুই জিম্মির লাশ ফেরত দিল হামাস, বাকি ১৬

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১০:২৮ এএম
মরদেহ নিয়ে যাচ্ছে রেডক্রস। ছবি- সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও দুই ইসরায়েলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী  হামাস।  শনিবার (১৮ অক্টোবর) রাতে দুটি কফিনে রেডক্রসের কাছে হস্তান্তর করে গোষ্ঠীটি। তবে এ লাশ কোন কোন জিম্মির সেটি প্রকাশ করেনি হামাস। 

টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। 

প্রতিবেদনে বলা হয়, লাশগুলো গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে পৌঁছে দেয় রেডক্রসের কর্মীরা। সেখান থেকে লাশগুলোর পরিচয় শনাক্ত করতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নেওয়া হয়। এগুলোর পরিচয় নিশ্চিত হতে দুদিন বা তারও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত হামাস যত মরদেহ পাঠিয়েছে সেগুলোর পরিচয় এক দিনের কম সময়ে শনাক্ত করেছে আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটের চিকিৎসকরা। 

নতুন দুটি লাশ জিম্মিদের এটি নিশ্চিত হওয়া গেলে ইসরায়েলের কাছে হামাসের হস্তান্তরকৃত লাশের সংখ্যা ১২ জনে পৌঁছাবে।  আর হামাসের কাছে থাকবে আরও ১৬টি লাশ। 

গত সপ্তাহে হামাস জানিয়েছিল, তাদের কাছে যেসব জিম্মির মরদেহ আছে তার সব তারা ফিরিয়ে দিয়েছে। এখন বাকি মরদেহ পেতে খোঁজ চালাতে হবে। এ জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ও সহায়তা প্রয়োজন হবে বলে জানিয়েছিল তারা।