ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরায়েল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১০:০০ এএম
রেডক্রসের গাড়িতে করে ফিরছে লাশ। ছবি- সংগৃহীত

গাজায় আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল। বুধবার (২২ অক্টোবর) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত মোট ১৯৫টি ফিলিস্তিনির লাশ গাজায় হস্তান্তর করল নেতানিয়াহু সরকার।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রত্যেক মৃত ইসরায়েলির বিনিময়ে তেলআবিবকে ১৫ ফিলিস্তিনির লাশ ফেরত দিতে হবে বলে শর্ত ছিল।

বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার গাজা থেকে ফেরত পাওয়া আরও দুই জিম্মির মরদেহ শনাক্ত করা হয়েছে। তারা হলেন ৮৬ বছর বয়সি আরিয়ে জালমানোভিচ এবং মাস্টার সার্জেন্ট তামির আদার।

এর আগে যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি ও মরদেহ বিনিময়ের একাধিক ধাপ সম্পন্ন হয়েছে। তেলআবিব জানিয়েছে, এ প্রক্রিয়া অব্যাহত থাকবে যতক্ষণ না গাজা থেকে নিখোঁজ বা নিহত সব ইসরায়েলির সঠিক তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত বহু ফিলিস্তিনির মরদেহ এখনো বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পড়ে আছে বা ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও এসব মরদেহ উদ্ধারে বাধার মুখে পড়ছে উদ্ধারকারী দল।

উল্লেখ্য, গাজায় দীর্ঘস্থায়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই চুক্তির আওতায় বন্দি বিনিময়, মানবিক সহায়তা প্রবেশ এবং নিহতদের মরদেহ ফেরত দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।