টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন কালে ছাত্রদের উপর হামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন উপজেলার ভাদ্রা ইউনিয়ন চেয়ারম্যান মো. শওকত আলী (৪৫)।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে ভাদ্রা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করে নাগরপুর পুলিশ।
তিনি ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম।
অভিযোগ ও পুলিশ সূত্রে থেকে জানা যায়, গত ৪ আগস্ট নাগরপুর বাজারে শান্তিপূর্ণ ভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন কালে একটি সন্ত্রাসী দল ছাত্রদের উপর হামলা চালায়। হামলার ঘটনায় মনির মিয়া নামের এক ছাত্র ১২৯ জনের নামে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
নাগরপুর থানা ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :