১৪ বছরের চিরচেনা ফরম্যাট টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরদিনই স্ত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গেলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।
আজ মঙ্গলবার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে উত্তর প্রদেশের বৃন্দাবনে যান তিনি। সেখানে এই তারকা দম্পতি প্রখ্যাত আধ্যাত্মিক গুরু স্বামী প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ গ্রহণ করেন।
বিরাট ও আনুশকা দুজনেই স্বামী প্রেমানন্দ মহারাজের অনুসারী হিসেবে পরিচিত। এর আগেও তাদের একাধিকবার বৃন্দাবনে এই আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে দেখা গেছে। এদিন সাদা পোশাকে দেখা যায় বিরাটকে এবং হালকা গোলাপি রঙের পোশাকে ছিলেন আনুশকা।
এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সি বিরাট কোহলি। দীর্ঘ ১৪ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে তিনি ১২৩টি ম্যাচ খেলেছেন।
ব্যাট হাতে ৯,২৩০ রান সংগ্রহ করেছেন, যার গড় ৪৬.৮৫। সাদা পোশাকে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। টেস্ট ক্রিকেটে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। প্রথম দিকে কিছুটা সময় নিলেও, ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ১১৬ রানের ঝলমলে ইনিংসের মাধ্যমে তিনি নিজের আগমন বার্তা দেন।
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন বিরাট। এই সময়ে তিনি ৪৩টি টেস্টে ৬৬.৭৯ গড়ে ৪,২০৮ রান করেন, যার মধ্যে ১৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি ছিল। অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক সাতটি ডাবল সেঞ্চুরির মালিকও তিনি।
অবশ্য ২০২০ সালের পর তার ব্যাটে রানের খরা দেখা যায়। তবে ২০২৩ সালে কিছুটা স্বস্তি ফিরে পান তিনি। আটটি টেস্টে ৫৫.৯১ গড়ে ৬৭১ রান করেন বিরাট, যার মধ্যে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি ছিল।
আপনার মতামত লিখুন :