ইসরায়েল ছাড়া আর কোনো দেশ ভারতের পাশে নেই বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বিশ্বের বেশির ভাগ দেশ এ ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (৯ মে) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিরক্ষামন্ত্রী আসিফ জানান, পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে।
এদিকে, ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, ৮ ও ৯ মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে। ভারতের অভিযোগ, বৃহস্পতিবার (৮ মে) ভারত-শাসিত কাশ্মীরের জম্মু, উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। ভারত-শাসিত কাশ্মীরে কোনো হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মিরে রেড অ্যালার্ট জারি করে। এ ছাড়া বেসামরিক প্রশাসন ব্ল্যাকআউট ঘোষণা করে। এর ফলে রাতে জম্মু ও কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না। মানুষ আতঙ্কিত ছিলেন।
এদিকে, শুক্রবার (৯ মে) সকালে ভারতের কুপওয়ারা ও উরির নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি শুরু করেছে পাকিস্তানি সেনারা। এ সময় ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে।
আপনার মতামত লিখুন :