যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় খ্রিস্টান মেয়েদের গ্রীষ্মকালীন এক শিবিরে কমপক্ষে ২৭ জন ক্যাম্পার (শিবিরে অংশ নেওয়া শিশু) ও পরামর্শদাতা (ক্যাম্প কাউন্সেলর) মারা গেছেন।
গত ৪ জুলাইয়ের ছুটির সময় ঘটা এই দুর্যোগে আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধারকর্মীরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন, যদিও আবহাওয়ার পূর্বাভাসে আরও ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা করা হয়েছে।
বিবিসির জানিয়েছে, শুক্রবারের বন্যায় মৃতের সংখ্যা ৮২ ছাড়িয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার দলগুলো কাদা ও বন্যায় ডুবে থাকা অঞ্চলজুড়ে তল্লাশি চালাচ্ছে এবং হেলিকপ্টারের সাহায্যে দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। এখনও কারও বেঁচে থাকার আশা পুরোপুরি ছাড়ছেন না তারা।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, টেক্সাসের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, যখন কের কাউন্টির শেরিফ জানান যে ৭৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে রাজ্যজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯-এ পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কের কাউন্টিতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, মোট ৭৫ জন। এর মধ্যে ৪৮ জন প্রাপ্তবয়স্ক ও ২৭ শিশু। ওই কাউন্টিতেই অবস্থিত শত বছরের পুরোনো খ্রিস্টান মেয়েদের আবাসিক শিবির ‘ক্যাম্প মিস্টিক’। শুক্রবার ভোরে হঠাৎ প্রবল বর্ষণে গুয়াদালুপ নদী অল্প সময়ের মধ্যেই ভয়ংকর স্রোতে পরিণত হয় এবং ক্যাম্পে বন্যার পানি ঢুকে পড়ে।
সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে ক্যাম্প মিস্টিক কর্তৃপক্ষ জানায়, ‘এই অকল্পনীয় ট্র্যাজেডিতে আমরা গভীরভাবে শোকাহত।’
এদিন স্থানীয় কর্মকর্তারা জানান, এখনও ১০ জন মেয়ে ও একজন ক্যাম্প পরামর্শদাতা নিখোঁজ রয়েছেন। মেয়র জো হেরিং জুনিয়র বলেন, ‘এ সপ্তাহটি আমাদের সবার জন্য খুব কঠিন হতে যাচ্ছে।’
টেক্সাসের ভয়াবহ বন্যায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মার্কিন সিনেটর টেড ক্রুজ এক বিবৃতিতে বলেন, ‘গত কয়দিনে যা ঘটেছে, তা আমাদের রাজ্যের হৃদয় ভেঙে দিয়েছে।’
বন্যায় সবচেয়ে হৃদয়বিদারক ঘটনায় মারা গেছেন ক্যাম্প মিস্টিকের সহ-মালিক রিচার্ড ‘ডিক’ ইস্টল্যান্ড। ৭০ বছর বয়সী এই ব্যক্তি ক্যাম্পে থাকা শিশুদের বাঁচাতে গিয়েই প্রাণ হারান। তার নাতি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যদি দাদু স্বাভাবিকভাবে মারা না যেতেন, তবে এভাবেই মারা যাওয়াটাই ছিল তার জন্য উপযুক্ত, তার প্রিয় মেয়েগুলোকে বাঁচাতে গিয়েই।’
১৯৭৪ সাল থেকে তিনি ও তার স্ত্রী ক্যাম্পটি পরিচালনা করছিলেন।
প্রচণ্ড বৃষ্টিতে টেক্সাসের হিল কান্ট্রিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি জানিয়েছেন, ওই অঞ্চলে আরও ২ থেকে ৪ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর কিছু কিছু এলাকায় তা ১০ ইঞ্চি পর্যন্তও হতে পারে। এতে আরও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, কারণ নদী, মাটি এবং আশপাশের এলাকা ইতোমধ্যে ভেসে গেছে ও ধ্বংসাবশেষে পূর্ণ।
আবহাওয়া বিভাগ সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্যা সতর্কতা জারি রেখেছে। এর আগেই রাজ্য কর্তৃপক্ষ ৪ জুলাইয়ের ছুটিকে কেন্দ্র করে আকস্মিক বন্যার আশঙ্কা জানিয়ে সতর্ক করেছিল।
কের কাউন্টির সিটি ম্যানেজার ডাল্টন রাইস জানান, পূর্বাভাসের তুলনায় দ্বিগুণ বৃষ্টি পড়ে গুয়াডালুপ নদীর দুটি শাখার ওপর। এই পানি একত্রে প্রবাহিত হয়ে কেরভিল শহরের মধ্য দিয়ে গেছে, ফলে একটানা বন্যা দেখা দেয়।
এদিকে, উদ্ধার কার্যক্রম দিনরাত চলতে থাকে। কাদা ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে শত শত কর্মী নিখোঁজদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বন্যাকে ‘বড় ধরনের দুর্যোগ’ হিসেবে ঘোষণা করার পর ফেডারেল সরকার উদ্ধার কার্যক্রমে সহায়তা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এফইএমএ) এখন মাঠে সক্রিয়ভাবে কাজ করছে, আর কোস্টগার্ডের হেলিকপ্টার ও বিমান উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
আপনার মতামত লিখুন :