গাজীপুর জেলার সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়া এলাকায় একটি কালভার্টের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে গাজীপুর জেলা সদর থানার পুলিশ নবজাতককে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়ারচালা পূর্বপাড়া কালভার্টের পাশে একটি কার্টন দেখতে পায় স্থানীয় কয়েক ব্যক্তি। পরে কার্টনটি সন্দেহজনক মনে হলে তারা এগিয়ে গিয়ে খোলে। এ সময় ভেতরে একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। পরে তারা থানার পুলিশে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শোভন জানান, বানিয়ারচালা এলাকায় একটি কাথাচুরা কারখানার পেছনে একটি কালভার্টের পাশে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সেখান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :