ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ছক্কার বিশ^ রেকর্ড গড়লেন ঋষভ পান্ত। দুর্দান্ত ফর্মে আছেন এই ক্রিকেটার। লর্ডসে প্রথম ইনিংসেও ফিফটি করেছেন। পঞ্চাশোর্ধ্ব এই ইনিংস খেলার পথে বেশ কিছু কীর্তি গড়েছেন এই উইকেটকিপার ব্যাটার। লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগে বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রানআউট হন পান্ত। ৮ চার ও ২ ছক্কায় গড়া তার ১১২ বলে ৭৪ রানের ইনিংস। এ ২টি ছক্কায় ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় ২ নম্বরে জায়গা করে নেন পান্ত। এই রেকর্ডে রোহিত শার্মার পাশে বসেছেন তিনি। ১১৬ ইনিংসে ৮৮ ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেন রোহিত। সাবেক অধিনায়ককে পান্ত ছুঁয়ে ফেললেন ৮০ ইনিংস খেলেই। এই তালিকায় সবার ওপরে আছেন বীরেন্দর শেবাগ। ১৮০ ইনিংসে ৯১ ছক্কা মারেন সাবেক এই ওপেনার। তবে এই রেকর্ডটা ভেঙে দেওয়া পান্তের জন্য শুধু সময়ের ব্যাপার। কারণ এখনো অনেক ম্যাচ খেলার সুযোগ আছে তার সামনে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা অবশ্য গড়েছেন পান্ত। এখানে তিনি ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ভিভ রিচার্ডসকে। ইংল্যান্ডের বিপক্ষে ১৫ টেস্টেই পান্তের ৩৬ ছক্কা হয়ে গেছে।
আপনার মতামত লিখুন :