সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০১:০৮ এএম

এএফসি এশিয়ান কাপ বাছাই প্রবাসী ফুটবলারদের নিয়েই অনূর্ধ্ব-২৩ দল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০১:০৮ এএম

এএফসি এশিয়ান কাপ বাছাই প্রবাসী ফুটবলারদের নিয়েই অনূর্ধ্ব-২৩ দল

আগামী সেপ্টেম্বরের শুরুতে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। ভিয়েতনামে হবে এই বাছাইপর্ব। এ জন্য জুলাইয়ের শেষ দিকে অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ১২ আগস্ট আবাহনী-কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচের পরই মূলত পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হবে। অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়া প্রবাসী ফুটবলাররা আরেক দফা নিজেদের প্রমাণ করতে পারলে জাতীয় দলের সঙ্গে ভিয়েতনাম সফর করতে পারবেন।
এবার প্রথমবারের মতো বয়সভিত্তিক প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে। গত ২৮-৩০ জুন অনূর্ধ্ব-১৯ ও ২৩ দুটি বয়সভিত্তিক পর্যায়ে ৪৯ জন ফুটবলার ট্রায়াল দিয়েছিলেন। তাদের মধ্য থেকে কয়েকজন প্রবাসী ফুটবলার ডাক পাবেন আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের প্রাথমিক ক্যাম্পে। কতজনকে ডাকা হয়, সেটাই দেখার বিষয়। ট্রায়াল নিয়ে ১ জুলাই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু অনূর্ধ্ব-২৩ দলে প্রবাসী ফুটবলারদের আরেক দফা পরখ করার আভাস দিয়েছিলেন। জাতীয় দল কমিটির সভা শেষে নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু আরও একটু খোলাসা করেই বলেছেন, ‘অনূর্ধ্ব-২৩ দলের ট্রায়ালে আসা ছয়-সাতজন প্রবাসী ফুটবলারকে ডাকা হতে পারে।’ ট্রায়ালে আসা ফুটবলারদের মধ্যে বিশতোক চাকমা, জায়ান আহমেদ, ক্যাসপার হক, ইমান আলম, ইব্রাহিম নেওয়াজ, সামির আলম, তাসিন ইকবাল ও ইফাজ আহমেদ বিশেষ নজর কেড়েছিলেন। বাফুফে আজ ছয়-সাতজন সংখ্যা উল্লেখ করায় কারা ডাক পাচ্ছেন তা নিয়ে ফুটবল অঙ্গনে আগ্রহের সৃষ্টি হয়েছে। ফুটবল বিশে^ খেলোয়াড়দের দলে ডাকেন কোচ। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কোচই এখনো ঠিক করতে পারেনি বাফুফে। কোচ নির্ধারণ হওয়ার পর তিনি ফুটবলারদের ডাকবেন। প্রাথমিক দল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত তাই সুনির্দিষ্টভাবে কোন কোন প্রবাসী ফুটবলার ডাক পাচ্ছেন, তা বলার সুযোগ নেই। ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। প্রাথমিক দল ৩০-৩৫ জনেরও হয়। গত বছর অনূর্ধ্ব-১৭ দলে এসেছিলেন অস্ট্রেলিয়ান প্রবাসী আরহাম ইসলাম। বাংলাদেশ দলে খেলার জন্য তিনি আসার পর পারফরম্যান্স দিয়ে দলে জায়গা পান। টুর্নামেন্ট খেলে অস্ট্রেলিয়ার ফেরার টিকিট নিজেকেই কাটতে হয়েছিল। ট্রায়ালে আসা ফুটবলাররা একবার নিজেদের দক্ষতা দেখিয়েছেন। প্রাথমিক দলে ডাক পাওয়ার পর আবারও নিজেদের খরচে আসতে হবে কি না, সেটি এখনো স্পষ্ট নয়।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!