সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০১:২৬ এএম

টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমনের বীজতলা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০১:২৬ এএম

টানা বৃষ্টিতে পানির নিচে  রোপা আমনের বীজতলা

দশমিনায় গত কয়েক দিনের একটানা বৃষ্টিতে রোপা আমনের বীজতলা পানি নিচে ডুবে আছে। ফলে রোপা আমন চাষিরা বীজ সংকটের সম্ভাবনা মনে করছেন। আর বীজের অভাবে রোপা আমন চাষ নিয়ে বিপাকে পড়তে পারে বলে আশংকা করেছেন তারা।
উপজেলা কৃষ অফিস সূত্রে জানা যায়, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খালের প্রায় ২৫টি স্থান দিয়ে পানি প্রবেশ এবং অবিরাম বর্ষণের ফলে বাঁশবাড়িয়া, দশমিনা, রনগোপালদী, আলীপুরা, বেতাগী সানকিপুর, বহরমপুর ও  নদী বেষ্টিত চরবোরহান বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। চলতি বছর উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন জাতের ১৮ হাজার ১৭২ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নে চলতি বছর ৬০ হেক্টর রোপা আমনের বীজতলা ক্ষতির সম্ভাবনা আশংকা করা হচ্ছে। উপজেলার সাতটি ইউনিয়নের একাধিক কৃষক জানান, অতি বৃষ্টির ফলে আমনের বীজতলা পানির নিচে ডুবে আছে। এখন প্রতি কেজি আমনের চারা কিনতে ৭শ’ থেকেস ১ হাজার প্রয়োজন হবে। ফলে চাষের খরচ বেড়ে যাবে। উঁচু স্থানের কিছু বীজতলা পানি কমে যাওয়ার কারণে জেগে উঠেছে আর নিচু স্থানের বীজতলা পানির নিচে ডুবে আছে। রোপা আমন চাষ নিয়ে বিপাকে আছি বলেও জানান চাষিরা।
এ বিষয়ে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, বর্ষার পানি নামলে বীজতলার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!