ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার মাছঘাট থেকে এসব জাল জব্দ করে নৌবাহিনীর বিশেষ দল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক লাখ পনের হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪০ লাখ ২৫ হাজার টাকা। সময় জালের মালিক ও ব্যবহারকারীরা পালিয়ে যায়। পরে জব্দ করা জাল মৎস্য কর্মকর্তার সহকারী ও স্থানীয় জনতার উপস্থিতিতে জনতা বাজার নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৗবাহিনীর লেফটেন্যান্ট সাইদ শাহরিয়ার মাহমুদ (এল) বিএন জানান, নদ-নদীতে মাছের প্রজনন রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন