জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হচ্ছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ভাতা ১ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ২ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের কাছ থেকে বাড়িভাড়া বৃদ্ধিসহ অন্যান্য প্রস্তাবনা চেয়েছে। পাশাপাশি সভায় সর্বজনীন বদলি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, শিক্ষকদের দাবি ও প্রস্তাবনা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। দাবি না মানা হলে ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি হুমকিও দিয়েছেন তারা।
জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক এবং প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ৩০ দিনের মধ্যে দাবি না মানা হলে সর্বাত্মক আন্দোলনে যাওয়ার প্রস্তুতি আছে।’
শিক্ষকরা জানান, তারা এই সময়সীমার মধ্যে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবির বাস্তবায়ন দেখতে চায়। প্রয়োজনে আন্দোলন আরও তীব্র করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন