মানিকগঞ্জের শিবালয়ে সাংবাদিক পরিচয়ে সার ডিলারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, সদর উপজেলার বারাহিরচর মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক (২২) ও একই উপজেলার জয়রা গ্রামের মৃত নুরুল হকের ছেলে এসএম শাহীন (৫০)।
স্থানীয়রা জানায়, বেজপাড়া বাজারের মনির ট্রেডার্সের ডিলার মো. মনির হোসেনের কাছে সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আবু বকর সিদ্দিক ও শাহীন। এ সময় দোকানের মালিক মনির হোসেন তাদের কাছে কোন পত্রিকার সাংবাদিক এবং পরিচয়পত্র দেখতে চাইলে তারা অপারগতা প্রকাশ করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে শিবালয় থানা-পুলিশকে খবর দেন।
শিবালয় থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’
উল্লেখ্য, কথিত সাংবাদিক এসএম শাহীন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক। গত বছর দৌলতপুর উপজেলায় একটি দোকানে চাঁদাবাজির অভিযোগে শাহীনসহ তিন জন আটক হয়েছিলেন।
এর আগে, গত ১১ নভেম্বর মানিকগঞ্জ সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের ব্যাগ চুরির অপরাধে বাংলাদেশ প্রেস ক্লাবের পাঁচ সদস্যকে আটক করে পুলিশ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন