বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার সময় একটি ট্রলারসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
বুধবার (১৯ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে তাদের ধরে নেওয়া হয়।
টেকনাফ কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, ‘সাগরে মাছ শিকার শেষে তারা টেকনাফ ফিরছিলেন। এমন সময় সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের কাছাকাছি আসলে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে ট্রলারসহ ছয় জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায়।’
গত ১৫ নভেম্বর টলারটি সাগরে মাছ ধরতে যায় বলে জানান সাজেদ আহমেদ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘ট্রলারসহ কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে খোঁজখবর রাখা হচ্ছে। তাদের ফেরত আনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়ছে।’
এর আগে, গত বুধবার কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া দুটি ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এখনো তাদের ফেরত দেয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন