শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৮:২১ এএম

স্বাভাবিক জীবনের অভিনয়ে ঢুকতে চাই না, কাজের পরিধি বাড়াব

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৮:২১ এএম

স্বাভাবিক জীবনের অভিনয়ে ঢুকতে চাই না, কাজের পরিধি বাড়াব

এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী শাহনাজ সুমি। সাবলীল অভিনয়ে নজর কেড়েছেন ইতোমধ্যে। অল্প কাজ করেও প্রশংসিত হয়েছেন দর্শক মহলে। নিজের কাজ ও সমসাময়িক বিষয়ে কথা বলেছেন দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন এম তারেক

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

একটি সিরিজের প্রস্তুতি চলছে। আমার কাজগুলোয় সময় লাগে। মাঝে তিন মাস পড়াশোনার জন্য কাজ করিনি। গ্র্যাজুয়েশন শেষ করেছি এর মধ্যে। আশা করছি, নতুন কাজটি নিয়ে এ বছরের শেষে শুটিংয়ে যেতে পারব। এর মাঝে নুহাশ হুমায়ূনের একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। টিভিসিতে মেপে মেপে কাজ হয়। এটির প্রতিক্রিয়া ভালো।

সর্বশেষ প্রকাশিত সিরিজ তিনটি থেকে দর্শকের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন?

ভিকি জাহেদের ‘অন্ধকারের গান’ ওয়েব ফিল্মে কাজ করেছিলাম। তার আগে ‘মোবারকনামা’ ও ‘বুকের মধ্যে আগুন’ সিরিজ দুটিতে অভিনয় করেছি। ওটিটির কাজগুলো আজীবন থেকে যায়। দর্শক দীর্ঘদিন বাদেও দেখতে পারে। ‘মোবারকনামা’ ছিল গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে নিজেকে অভিনেত্রী হিসেবে চিনতে পেরেছি। দর্শকের প্রতিক্রিয়া পাওয়ার পর তাই মনে হচ্ছে। ভিকি জাহেদের কাজ নিয়ে উত্তেজনা ছিল। চরিত্রের পরিধি কম ছিল। কিন্তু যেটুকু ছিল তাতেই দর্শকের ভালো সাড়া পেয়েছি। 

সুমি কি দর্শকপ্রিয় হয়ে উঠছে?

আমি বিরতি দিয়ে কাজ করি। আমার করা কাজ, চরিত্র দর্শক গ্রহণ করে। আমার চেয়ে চরিত্র জনপ্রিয় হয়ে ওঠে। ব্যক্তি আমি হয়তো সেভাবে দর্শকের কাছে পৌঁছাতে পারিনি। 

প্রথমবার উপস্থাপনা করেছেন। অভিজ্ঞতা কেমন ছিল?

রোজার ঈদে ছায়াছন্দ উপস্থাপনা করেছিলাম। এটি আমার প্রথম কোনো অনুষ্ঠান উপস্থাপনা। ছোটবেলা থেকে বিটিভির ছায়াছন্দ দেখে বড় হয়েছি। আমার পরিবারেও সিনেমার গান খুব পছন্দের। ভাবতাম আমার কোনো গান হয়তো কোনোদিন বাজবে। কিন্তু নিজে উপস্থাপনা করব ভাবিনি। উপস্থাপনা এত মজা তা বুঝতে পারিনি।

নিয়মিত উপস্থাপনা করবেন?

ওরকম ভাবনা নেই। বিশেষ কোনো অনুষ্ঠান হলে করতে পারি। যা ব্যক্তিগতভাবে আমার ভালো লাগবে। যেমন মুনমুন আপুর উপস্থাপনায় ‘আমার আমি’ ভালো লাগত। এ ধরনের অনুষ্ঠান হলে উপস্থাপনা করে ভালো লাগবে।

নাটকে অভিনয় করবেন?

ঠিকঠাক গল্প পেলে নাটক করব।

সিনেমায় কাজ করেছিলেন। সামনে কবে দেখা যাবে?

তিনটি সিনেমায় অভিনয় করেছি। ‘ইতি তোমারই ঢাকা’, ‘পাপ পুণ্য’ ও ‘দামাল’। এখন কাজের পরিধি বাড়াব। আমি মানুষের কাছে পৌঁছাতে চাই। সমানতালে কাজ করতে চাই। 

অন্যদের তুলনায় সামাজিক মাধ্যমে আপনাকে কম দেখা যায়

কাজের জন্য যতটুকু দরকার ততটুকু পোস্ট করি। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা হয় না। স্বাভাবিক জীবনের অভিনয়ে ঢুকতে চাই না। আমি আসলে তা উপভোগ করি না। 

অনেকে তো আপনাকে শাবনূরের সঙ্গে তুলনা করে। কেমন লাগে?

খুবই ভালো লাগে। শাবনূর আমার পছন্দের অভিনেত্রীদের অন্যতম। সারাক্ষণ তার সিনেমা দেখতাম। আমার মাঝে হয়তো দর্শক তার ছায়া খুঁজে পায়। বিষয়টি আমার জন্য আনন্দের।

আপনি নাচের মেয়ে। নাচের ব্যস্ততা কেমন?

এখন তো নাচ করতে হলে টিকটক কিংবা ইনস্টাগ্রামে করতে হবে। সামনে কিছু কভার করার ইচ্ছা আছে। আর শো হলে তো করব।

ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা কি?

প্রায় ১৭ বছর পড়াশোনা করেছি। করপোরেটে তার ছাপ রাখতে চাই। নাচের অভিজ্ঞতার আলোকে যেমন অভিনয় করেছি। অর্থাৎ নাচ, অভিনয় ও করপোরেট সবক্ষেত্রেই কাজ করতে চাই।
 

রূপালী বাংলাদেশ

Link copied!