ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বড় জয়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:৩৭ এএম
এশিয়া কাপ

ভারতে চলমান এশিয়া কাপ হকিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। গতকাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-৩ গোলে হারাল চাইনিজ তাইপেকে। এর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্টে যাত্রা করে আশরাফুল ইসলামরা। আগামীকাল ১ সেপ্টেম্বর শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিহারের রাজগিরে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের গোলোৎসবের ম্যাচে তিনজন জোড়া গোল করেন। আব্দুল্লাহ, আশরাফুল  ও রাকিবুল ইসলাম দুটি করে গোল করেন। দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশের সঙ্গে লড়াই করলেও এরপর থেকে পিছিয়ে পড়ে চাইনিজ তাইপে। আশরাফুল-রেজাউলদের দাপটে মেরুদ- সোজা করে দাঁড়াতেই পারেননি চাইনিজ তাইপের খেলোয়াড়েরা। চার মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহ গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। ১০ ও ১৮  মিনিটে চাইনিজ তাইপে টানা ২ গোল করে লিড নেয়। ২৬ মিনিটে বাংলাদেশ সমতায় ফেরে। এটিও ফিল্ড গোল। তৃতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ অপ্রতিরোধ্য। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ৪২ মিনিটে রাকিবুল ইসলাম জোড়া গোল করে চাইনিজ তাইপেকে ছিটকে দেন। তিন মিনিট পর আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল উপহার দেন। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল উপহার দেন। দুই মিনিট পর আশরাফুল ইসলাম দলের হয়ে অষ্টম গোল করেন। খেলার শেষ মিনিটে চাইনিজ তাইপে তৃতীয় গোল করে পরাজয়ের ব্যবধান কমায়।