যুক্তরাষ্ট্রের ইউটায় এক বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া চার্লি কার্কের হত্যাকারী সম্পর্কে কোনো তথ্য দিলে বা তাকে ধরিয়ে দিলে ১ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
এর আগে এফবিআই সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করে। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে এফবিআই-এর সল্ট লেক সিটি শাখা। সন্দেহজনক ওই ব্যক্তিকে শনাক্ত করতে জনসাধারণের সাহায্য চায় তারা।
কার্কের হত্যাকা-ে জড়িত সন্দেহে আইনপ্রয়োগকারী সংস্থার প্রকাশিত এটিই কোনো ব্যক্তির প্রথম ছবি। সন্দেহভাজন এই ব্যক্তির পরিচয় এখনো অজানা।
তার ছবি প্রকাশের পরই এক ঘোষণায় এফবিআই বলেছে, “চার্লি কার্ককে হত্যার জন্য দায়ী ব্যক্তিকে বা (ব্যক্তিদের) শনাক্ত করতে কেউ তথ্য দিলে এবং ধরিয়ে দিলে ১ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।”
কারো কাছে তথ্য থাকলে তাকে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা এবং অনলাইনে ছবি ও ভিডিও দেওয়ার অনুরোধ জানিয়েছে এফবিআই।
এর আগে কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে মানুষজনের কাছ থেকে হত্যাকারী সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছে বলে জানিয়েছিল।
হত্যার উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে সোশাল মিডিয়ায় নানা চর্চা চলছে। কিন্তু কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করে কিছু জানায়নি। এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ বলেছে, আততায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে ছাদে ছিল বলে ধারণা করা হচ্ছে।
চার্লি কার্ককে হত্যায় ব্যবহৃত বোল্ট-অ্যাকশন রাইফেল এফবিআই এরই মধ্যে উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আততায়ী পাশের একটি ছাদে উঠে গুলি চালায়। হামলার পরপরই আততায়ী কাছের একটি পাড়ায় মানুষের মধ্যে মিশে যায়।
তবে এফবিআই বলেছে, তারা আততায়ীর অতিক্ষমতাসম্পন্ন রাইফেল খুঁজে পেয়েছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সন্দেহভাজন ব্যক্তির পায়ের ছাপ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন