ঝিনাইদহের শৈলকুপা থেকে দেশি অস্ত্র ও বিস্ফোরকসহ অর্ক ইসলাম উৎস নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভুলুন্দিয়া গ্রাম থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। অর্ক ওই গ্রামের রফিকুল ইসলাম ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে ভুলুন্দিয়া গ্রামে অর্ক ইসলাম উৎসের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। এ সময় একটি ওয়ান শুটারগান, ৫টি ককটেল, ২টি কাট্রিজ, ৩টি অ্যামুনেশন, পিস্তলের ব্যারেল, পাঁচটি রামদা, হাতুড়িসহ বিভিন্ন দেশি অস্ত্র। পরে অর্ককে শৈলকুপা থানায় হস্তান্তর করা সেনাবাহিনী। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, রাতেই অর্ককে থানায় হস্তান্তর করেছে সেবাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন