চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক অজ্ঞাত যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বরুমচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কানুমাঝির হাট এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবকের হাত-পা বাঁধা ছিল, একটি চোখ উপড়ে ফেলা এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নির্মমভাবে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। বরুমচড়া ইউনিয়নের ইউপি সদস্য শাহ রায়হান বলেন, ‘স্থানীয়রা খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানাই। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।’ আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, মরদেহ থানায় আনা হয়েছে এবং পরিচয় শনাক্তকরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন