ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন হাটবাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমতে শুরু করেছে দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। কয়েক দিন আগে যেসব সবজি আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছিল, বর্তমানে তার দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। কাঁচামরিচ, ধনিয়া পাতা, শিম, মুলা, টমেটো, বেগুনসহ বিভিন্ন সবজির দামে এ পরিবর্তন দেখা গেছে।
পৌর শহরের সড়ক বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি শিম ১৪০-১৪৫, টমেটো ১০০-১১০, করলা ৮০-৮৫, বেগুন ৬০-৬৫, শসা ৪৫-৫০, গাজর ১০০-১১০, পেঁপে ২৫-৩০, কাঁচাকলা প্রতি হালি ২৫-৩০, ধনিয়া পাতা ১২০-১৩০, কাঁচামরিচ ২৪০-২৫০, মুখী ৫০-৫৫, পটোল ৫০-৬০, মিষ্টিকুমড়া ৫০-৫৫ এবং লাউ ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন আগেও দাম এতটাই বেড়েছিল, প্রয়োজন থাকা সত্ত্বেও পর্যাপ্ত সবজি কেনা সম্ভব হয়নি। বর্তমানে সরবরাহ বৃদ্ধির কারণে দাম কিছুটা কমেছে।
রাধানগর এলাকার তাজুল ইসলাম বলেন, ‘অনেক দিন ধরে সবজির বাজার খুব চড়া ছিল। এখন দাম কিছুটা কমায় পরিমাণমতো সবজি কেনা যাচ্ছে।’
একই কথা বলেন, দেবগ্রাম এলাকার হামিদ মিয়া ও অটোরিকশাচালক সবুজ মিয়া। তারা জানান, দাম স্বাভাবিক হলে স্বস্তি আরও বাড়বে।
সবজি ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, ‘কয়েক দিনের তুলনায় সরবরাহ বেড়েছে। দামও কমতে শুরু করেছে। আশা করছি, সামনে আরও সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন