সাভারের আল-মুসলিম গার্মেন্টসের কর্মী সোলায়মান হোসেন (২২) গত শনিবার থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের চার দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। এতে পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
সোলায়মান টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেনের ছেলে। তিনি সাভারের গেন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার চাচা হামিদুল ইসলাম আল-মুসলিম গার্মেন্টসের এজিএম।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে কর্মস্থল থেকে খাবারের জন্য বের হন সোলায়মান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। রাতেও বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন চাচা হামিদুল ইসলাম সাভার থানায় সাধারণ ডায়েরি করেন।
হামিদুল ইসলাম জানান, ‘বের হওয়ার আগে কর্মস্থলে সে স্বাভাবিকভাবেই ছিল। দুপুরে খাবারের জন্য বের হয়ে আর ফেরেনি। তার কোনো আর্থিক জটিলতা, পারিবারিক বিরোধ বা কর্মস্থলে দ্বন্দ্ব ছিল না।’
বাবা ইসমাইল হোসেন বলেন, ‘আমার ছেলের কোনো শত্রু নেই। সে সৎ-সরল মানুষ। কেন তাকে কেউ কষ্ট দেবে বুঝতে পারছি না। আমরা শুধু চাই, আমার ছেলে নিরাপদে ফিরে আসুক।’
এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা সাভার থানার এসআই মেহেদী হাসান বলেন, ‘নিখোঁজের ঘটনায় অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত কোনো সূত্র মেলেনি।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন