জয়পুরহাটের আক্কেলপুরে তান্ত্রিক পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. শিপন হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর শহরের বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক শিপন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইটেলগঞ্জ বীরতলা গ্রামের বাসিন্দা এবং মো. সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় পাঁচ মাস আগে ফেসবুকের মাধ্যমে শিপনের সঙ্গে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কুড়ানি বাজার হিন্দুপাড়া এলাকার মোছা. ইতি আক্তারের পরিচয় হয়। নিজেকে রাঙামাটির কথিত তান্ত্রিক কবিরাজ ওমর আব্দুল্লাহর সহকারী পরিচয় দিয়ে শিপন বিভিন্ন কৌশলে তার বিশ্বাস অর্জন করে। প্রেমিককে পাওয়ার আশায় ইতি আক্তার বিকাশের মাধ্যমে একাধিকবার শিপনকে প্রায় ১ লাখ টাকা পাঠান। গতকাল আরও স্বর্ণালঙ্কার নিতেই শিপন আক্কেলপুরে এলে পূর্বপরিকল্পনা অনুযায়ী স্থানীয়রা তাকে ধরে ফেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন