বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০২:৩৯ এএম

পাপনের গঠনতন্ত্রেই বিসিবি নির্বাচন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০২:৩৯ এএম

পাপনের গঠনতন্ত্রেই বিসিবি নির্বাচন

আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আর মাত্র দুই সপ্তাহের মতো সময় বাকি আছে নির্বাচনের। এরই মধ্যে নির্বাচনি কার্যক্রম পুরোদমে চলছে। ১৯ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলরশিপ মনোনয়নপত্র দাখিল করতে হবে। ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা চূড়ান্ত হবে। ২১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হবে। ২২ ও ২৩ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৭ সেপ্টেম্বর অভিযোগ ও শুনানি, ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবার থাকছে পোস্টাল ব্যালটের ব্যবস্থা। পোস্টাল ও ই-ব্যালট বিতরণ হবে ২৮ সেপ্টেম্বর। ৪ অক্টোরব নির্বাচনের দিন প্রাথমিক ফল প্রকাশ করা হবে। তবে ৫ অক্টোবর নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

গত ৬ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইনকে। তার সঙ্গে নির্বাচন কমিশনে আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)। নির্বাচনি সব কার্যক্রম পুরোদমে চললেও গঠনতন্ত্রের ব্যাপারে কোনো কথা বলছে না বিসিবি। কেননা, গঠনতন্ত্রে কোনো সংশোধনী আসছে না। ফলে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের রেখে যাওয়া বিদ্যমান গঠনতন্ত্রেই হচ্ছে বিসিবি নির্বাচন। অথচ গত বছর সরকারের পতনের পর ক্রিকেটেও ব্যাপক সংস্কার আনার কথা বলা হয়েছিল।

বিসিবি গঠনতন্ত্রে সংশোধনী আনার জন্য একটি কমিটিও গঠন করা হয়। সেই সংস্কার কমিটির প্রধান ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। কিন্তু খসড়া গঠনতন্ত্র ফাঁস হয়ে যাওয়া এবং ঢাকার ক্লাবগুলো ফুঁসে ওঠায় চাপের মুখে ওই সংস্কার কমিটি স্থগিত ঘোষণা করেন বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। তার জায়গায় বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়া আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, গঠনতন্ত্রে পরিবর্তন আনা হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বিসিবি গঠনতন্ত্রে সংশোধনী আনার কথা বলেছেন বারবার। কিন্তু গঠনতন্ত্র সংশোধীনের কোনো দৃশ্যমান কার্যক্রম দেখা যায়নি। নির্বাচন ঘনিয়ে এলেও বিসিবি গঠনতন্ত্র সংশোধনীর ব্যাপারে কোনো আলোচনাই নেই!

কোনো প্রকার সংশোধনী ছাড়াই বিদ্যমান গঠনতন্ত্রে অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম রূপালী বাংলাদেশকে বলেন, ‘যে গঠনতন্ত্র বিদ্যমান আছে, সেই গঠনতন্ত্রেই বিসিবি নির্বাচন হবে। এখন গঠনতন্ত্র সংশোধনের আর সুযোগ নেই। কোনো পরিবর্তন আনা হবে না।’ ফলে আগের মতোই নাজমুল হাসান পাপন যে ক্রিকেট বোর্ডে একটি বলয় তৈরি করছেন, সেই শক্তিই নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি আগের মতোই একটি পক্ষ ক্রিকেট বোর্ডে দাপট দেখায়, তাহলে কী পরিবর্তন এসেছে ক্রিকেট বোর্ডে? এমন প্রশ্ন অনেক ক্রিকেট সংগঠকের। আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হিসেবে জোরেশোরে নাম উচ্চারিত হচ্ছে তামিম ইকবাল খান ও বর্তমান সভাপতি আমিনুল ইসলামের।

 

রূপালী বাংলাদেশ

Link copied!