কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাপের কামড়ে লিমা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোররাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নগরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা ওই এলাকার আব্দুল লতিফের মেয়ে এবং নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে লিমা খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে গোয়ালঘরে মশার উপদ্রবে গরু দাপাদাপি শুরু করলে লিমার বাবা গোয়ালঘরে মশার কয়েল জ¦ালাতে বলেন। এ সময় অন্ধকারে খাটের পাশে গোয়ালঘরের চাবি নিতে গেলে সাপ তার হাতে কামড় দেয়। এরপর তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে গতকাল সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন