রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:৫৫ এএম

আলজেরিয়ায় খেলবেন জিদানের ছেলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:৫৫ এএম

আলজেরিয়ায় খেলবেন  জিদানের ছেলে

কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান ফ্রান্স নয়, আলজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলবেন। এমন সিদ্ধান্তই নিয়েছেন লুকা জিদান। ফরাসি সংবাদমাধ্যমের খবর, আলজেরিয়ার হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন ২৭ বছর বয়সি এই গোলরক্ষক। বর্তমানে স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব গ্রানাডার হয়ে খেলেন লুকা। তার জন্ম ফ্রান্সের মার্শেইয়ে। তবে আলজেরিয়ার নাগরিকত্বও আছে তার। কেননা, তার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। আর দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকেই ফুটবল ক্যারিয়ার শুরু লুকার। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তেন্দার, রায়ো ভায়েকানো ও আইবারে। এবার গ্রানাডায় যোগ দিয়ে চলতি মৌসুমে চার ম্যাচ খেলেছেন।

লুকা ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ার কারণেই মূলত আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন লুকা। তবে আলজেরিয়া দলে জায়গা করে নেওয়াও লুকার জন্য সহজ হবে না। সেখানে তাকে প্রতিযোগিতা করতে হবে। আগামী অক্টোবরের শুরুতে আলজেরিয়া বিশ^কাপ বাছাইয়ে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে মাঠে নামবে। ডিসেম্বরে দলটি অংশ নেবে আফ্রিকা কাপ অব নেশনসে। লুকার তিন ভাইও ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা আছেন। বড় ভাই এনজো ছিলেন মিডফিল্ডার, তিনি ২৯ বছর বয়সে অবসর নিয়েছেন। অন্য দুই ভাই থিও (মিডফিল্ডার) ও এলিয়াজ (ডিফেন্ডার) বর্তমানে স্পেনের রিয়াল বেতিসে খেলছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!