৯টি ডিসিপ্লিনের ১৪টি ইভেন্টে শতাধিক সদস্যদের অংশগ্রহণে আজ শুরু হচ্ছে কিউট-বিএসপিএ ক্রীড়া উৎসব। ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠেয় এই উৎসবের ডিসিপ্লিনগুলো হলোÑ আরচারি, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিকস, কলব্রিজ, টোয়েন্টিনাইন ও শুটিং। শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া উৎসবের উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম।
এ সময় মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডর চেয়ারম্যান ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল উপস্থিত থাকবেন। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় সাধারণ সম্পাদক মো. সামন হোসেন ও কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, বিএসপিএর ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম ও সদস্যসচিব আবু হোরায়রা তামিম উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন