খুলনার পাইকগাছায় মসজিদে আসাদুল বিশ্বাস (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় নির্মাণাধীন মেহরাবের ছাদের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার হরিঢালী গ্রামের মজিদ বিশ্বাস মনুর ছেলে আসাদুল দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। বাড়িতে উৎপাত শুরু করলে গতকাল শনিবার সকালে পরিবারের লোকজন তাকে কপিলমনি বাজারে নিয়ে আসে। কিছুক্ষণ পর তিনি মসজিদে বিশ্রামের জন্য চলে যান। এর ঘণ্টা দুই পর লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আজগর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন