যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার করার সুযোগ দেখছে ওয়াশিংটন। তবে এই প্রক্রিয়াটি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বন্ধুত্বকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবে না। মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে তাঁর এই কথোপকথন প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুবিও বলেন যে, পাকিস্তান-ভারত সম্পর্কের উত্তেজনার কারণে ভারতের কিছুটা উদ্বেগ থাকা স্বাভাবিক।
তবে ভারতকেও বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রকে অনেক দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে হয়। তিনি বলেন, ‘আমরা মনে করি, কূটনৈতিক ও অনুরূপ বিষয়গুলোতে ভারতীয়রা অত্যন্ত পরিপক্ব। আমাদের যেসব দেশের সঙ্গে সম্পর্ক নেই, ভারতের সেসব দেশের সঙ্গেও সম্পর্ক রয়েছে। সুতরাং এটি পরিণত ও বাস্তববাদী পররাষ্ট্রনীতিরই একটি অংশ।’ রুবিও জোর দিয়ে বলেন, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র এমন কোনো সম্পর্কে আবদ্ধ হচ্ছে না, যা ভারতের সঙ্গে তাদের গভীর, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সম্পর্ক ও বন্ধুত্বের ক্ষতি করবে। মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের লক্ষ্য হলোÑ অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে কীভাবে কাজ করা যায়, তা খুঁজে বের করা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন