দুবাই থেকে সিলেটে এসে গ্রেপ্তার হয়েছেন চেক প্রতারণা, অর্থ আত্মসাৎসহ ৫৭ মামলার আসামি চট্টগ্রামের মোহাম্মদ রুহুল আমিন (৫৫)। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার তাকে সিলেট ওসমানী বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রুহুল আমিন চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামের বাসিন্দা।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, চেক প্রতারণা, অর্থ আত্মসাৎসহ রুহুল আমিনের বিরুদ্ধে ৫৭টি মামলা আছে। এর মধ্যে ১০টি মামলায় তার সাজা হয়েছে। রুহুল আমিন দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। গত শনিবার সিলেট বিমানবন্দর হয়ে তিনি দেশে ফেরেন। সিলেট বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় তাকে সেখান থেকে গ্রেপ্তার করে রাতে চট্টগ্রামে আনা হয়।
তিনি বলেন, রুহুলের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, একটি জিআর মামলা ও চারটি সিআর সাজা ওয়ারেন্টসহ ৩২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তা ছাড়া নগরীর কোতোয়ালি থানায় ১৯টি সিআর ও ছয়টি সাজার পরোয়ানা আছে।
স্থানীয়রা বলেন, রুহুল চট্টগ্রাম নগরীতে মাছের ব্যবসা করতেন। টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলাগুলো করেছিলেন। সাজা এড়াতে তিনি গোপনে দুবাই চলে যান। সেখান থেকে তিনি শনিবার সিলেট বিমানবন্দর হয়ে দেশে ফেরেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন