পেটে ইয়াবা বহনের সময় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার পান্নু হাওলাদারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই বখতিয়ার খালেদ। এর আগে গত বুধবার শাহজালাল বিমানবন্দর থেকে পান্নুকে ধরার পর হাসপাতালে নিয়ে ৬ হাজার ৩৭৮টি ইয়াবা বের করা হয়। এরপর শনিবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিমানবন্দর এপিবিএন। ৩০ বছর বয়সি পান্নুর বাড়ি বরগুনার আমতলী উপজেলায়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, অভিযুক্ত পান্নু হাওলাদারকে ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস-১৪২ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনের রাস্তা থেকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে তিনি পেটে সুকৌশলে ইয়াবা পরিবহন করছেন বলে নিশ্চিত করেন। এয়ারপোর্টে চিকিৎসকের এক্স-রে পরীক্ষায় পান্নুর পেটে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে তার পায়ুপথ দিয়ে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৩৬ পোটলা ইয়াবা বের করা হয়। এগুলো খুলে মোট ৬৩৭৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জানা যায়, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পাকস্থলিতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই অবাক করার মতো ঘটনা। আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যেকোনো অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন