৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অষ্টম দিনের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তারা।
শিক্ষকরা বলেন, মানবেতর জীবনযাপনকারী শিক্ষক-কর্মচারীরা অর্থনৈতিক মুক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের মাধ্যমে শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নের প্রচেষ্টা চালালেও সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করছে না। অবিলম্বে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিগত সরকারের মতো এই সরকারও গণদাবি উপেক্ষা করছে মন্তব্য করে শিক্ষকরা বলেন, শিক্ষক সমাজে আর বৈষম্য চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা।
শিক্ষকদের ৫ দাবি হলোÑ ১. অনতিবিলম্বে সব বিশেষ (আর্টিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করতে হবে ২. সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে ৩. বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩০০০ টাকা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ উচ্চ উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে ৪. ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে ৫. চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা সুনিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন