স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত সময় কাটছে কিলিয়ান এমবাপ্পের। ভিয়া রিয়ালের বিপক্ষে জোড়া গোল করার পর এবার ভ্যালেন্সিয়ার বিপক্ষেও জোড়া গোল উপহার দিলেন এই ফরাসি তারকা ফুটবলার। এক দিন আগেই প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন তিনি। গত মৌসুমে লা লিগার ৩৪ ম্যাচে ৩১ গোল তাকে এই পুরস্কার এনে দেয়। এই পুরস্কার পাওয়ার পরদিন মাঠে নেমেই স্বরূপে জ¦লে উঠলেন এমবাপ্পে। তার জোড়া গোল আর জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাসের গোলে ভ্যালেন্সিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। তবে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়ত।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে জাবি আলোনসোর দল একপেশে দাপটই দেখিয়েছে। ৬৬ শতাংশ পজেশনের পাশাপাশি ১৯ শট নিয়ে ১০টিই লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকেরা। বিপরীতে স্রেফ ৩ শটের মধ্যে ২টি লক্ষ্যে ছিল ভ্যালেন্সিয়ার। এই জয়ে লস ব্লাঙ্কোসরা লা লিগার শীর্ষস্থান আরও সংহত করল। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল দুই এবং একটি কম খেলে ২২ পয়েন্ট পাওয়া বার্সেলোনা তিনে রয়েছে। প্রতিপক্ষের রক্ষণকে তটস্থ রেখে ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় রিয়াল। প্রতিপক্ষ ডিফেন্ডারের হ্যান্ডবলের সুবাদে তারা পেনাল্টি পায়। এল ক্লাসিকোয় পেনাল্টি মিস করা এমবাপ্পে স্পট কিকে গোল করলেন এবার, যা লা লিগায় তার টানা আট ম্যাচেই গোল। ৩১ মিনিটে তিনি দ্বিতীয় গোলও পেয়ে যান। আর্দা গুলারের ক্রসে বল পেয়ে ভলিতে গোলটি করেন এমবাপ্পে। গোল্ডেন বুট জেতা এই ফরাসি অধিনায়ক এবারও এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা।
১১ ম্যাচে তিনি ১৩তম গোল করলেন। বিরতির আগে ৪৪ মিনিটে রিয়ালের পক্ষে ব্যবধান আরও বাড়ালেন বেলিংহ্যাম। টানা তৃতীয় ম্যাচে তিনি গোল করলেন। ফেদরিকো ভালভার্দের পাস ধরে এই ইংলিশ মিডফিল্ডার ডি-বক্সের বাইরে একজনের চ্যালেঞ্জ সামলে জোরালো শটে বল জালে জড়ান। চোট কাটিয়ে ফেরার পর পুরোদমে ছন্দে ফিরলেন এল ক্লাসিকো জয়ের অন্যতম নায়ক বেলিংহ্যাম। অবশ্য তার মিনিট তিনেক আগে ভিনিসিয়ুস পেনাল্টি মিস করেছেন। কারেরাস প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হলে ভিনির নেওয়া শট ঠেকান ভ্যালেন্সিয়া গোলরক্ষক। এদিন মৌসুমে প্রথমবার এন্ড্রিক ফিলিপকে বদলি হিসেবে মাঠে নামান কোচ আলোনসো। এরপর রিয়ালের খেলার ধারায়ও হালকা পরিবর্তন আসে। ৮২ মিনিটে রদ্রিগোর একটি প্রচেষ্টা রক্ষণে পরাস্ত হলেও স্প্যানিশ ডিফেন্ডার কারেরাস আচমকা শটে স্কোরশিটে নাম তোলেন। ৪-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে রিয়াল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন