টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরাট কোহলিকে ছাড়িয়ে ব্যাটিংয়ে নতুন কীর্তি গড়েছেন পাকিস্তানের বাবর আজম। লাহোরে শনিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা। এই ম্যাচে ইতিহাস গড়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শুক্রবার ৯ উইকেটের জয়ের দিন রোহিত শর্মাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক (৪২৩৪) হন বাবর। এক দিন পর আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেছেন তিনি। ফরম্যাটটিতে সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক এখন বাবর।
শনিবার বাবরের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬৮ রানের ইনিংস। এটি ছিল তার ৪০তম অর্ধশতক। তার ৯ চারের এই ইনিংসই পাকিস্তানকে লক্ষ্য তাড়া করার ভিত গড়ে দিয়েছে। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পরও শেষ দিকে অধিনায়ক সালমান আলী আগার ২৬ বলে ৩৩ রানে ভর করে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। ১৪০ রানের লক্ষ্য তাড়া করে ১৯তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকেরা। এর আগে টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। নতুন বলে গতির ঝড় তোলেন শাহিন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারে ধস নামান তিনি। ২৬ রানে নেন ৩ উইকেট। বল হাতে তাকে দারুণ সঙ্গ দেন উসমান তারিক ও ফাহিম আশরাফও। দুজনে ২টি করে উইকেট নিয়েছেন। তাতে করবিন বশের অপরাজিত ৩০ রানের পরও ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানে থামে প্রোটিয়ারা।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি
১️. বাবর আজম (পাকিস্তান) : ৪০
২️. বিরাট কোহলি (ভারত) : ৩৯
৩️. রোহিত শর্মা (ভারত) : ৩৭
৪️. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) : ৩১
৫️. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) : ২৯
৬️. জস বাটলার (ইংল্যান্ড) : ২৯

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন